
সেতাবগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে আনোয়ারুল হক চৌধুরী নামে একটি গ্রন্থাগার রয়েছে। এখানে বিভিন্ন শিক্ষাবর্ষের পাঠাপুস্তক সহ নানা ধরণের গল্পের বই, ছড়া, কবিতা ও ইংরেজী ভাষা শিক্ষার উপর দক্ষতা উন্নয়নের উপর কিছু আধুনিক বই রয়েছে। এছাড়াও বাংলা অনুবাদসহ সহজ কুরআন ও সব ধরণের হাদিস গ্রন্থ ও অন্যান্য ধর্মীয় বই রয়েছে। শিক্ষকগণ ও ছাত্রছাত্রীদের জন্য প্রতিদিন কলেজ চলাকালীয় সময়ে লাইব্রেরী উন্মুক্ত থাকে। প্রতিটি শ্রেণীর ছাত্রছাত্রী লাইব্রেরীয়ানের সহযোগীতায় বইসমুহ পাঠ করার সুযোগ পায়।